ঝিনাইদহে নদীতে ডুবে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে কালীগঞ্জ পৌর হেলাই গ্রামের চিত্রা নদীতে ডুবে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, সকালে মানসিক প্রতিবন্ধী যুবক সৌখিন হোসেন চিত্রা নদীর ব্রীজের উপর বসে ছিলো। অসাবধানতা বশত নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।
পরে এলাকাবাসীর সহযোগিতায় কালীগঞ্জ দমকল বাহিনীর একটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় তাকে উদ্ধার করে। সেখান থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।