সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় বাসের ধাক্কায় শিশুসহ এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহতরা সম্পর্কে দাদি-নাতি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন-দক্ষিণ সুরমার দাউদপুর গাংপার গ্রামের আহমদ আলীর ছেলে রাহাত (৭) এবং রাহাতের দাদি বিবিজান (৬৫)।
স্থানীয় লোকজন জানান, বৃদ্ধ বিবিজান নাতিকে নিয়ে বাড়ি ফেরার সময় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো জ-০৪-০১৯৩) তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাহাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতরা সম্পর্কে দাদি-নাতি। রাস্তা পারাপারকালে বাসের ধাক্কায় তারা প্রাণ হারান। স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক-হেলপার পালিয়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।