December 23, 2024, 7:14 pm

GMKS এর সিনিয়র সহ-উপদেষ্টা হলেন জনাব মোঃ জামাল হোসেন

সজ্ঞিব দাস, গলাচিপা, পটুয়াখালী।
  • Update Time : Friday, September 4, 2020,
  • 351 Time View

 

পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার অধিক জনপ্রিয় সংগঠন হলো “গলাচিপা মানব কল্যাণ সংস্থা- (GMKS)”

প্রতিষ্ঠাতা ও সভাপতি এস,এম সাইফুদ্দিন সালেহী।

সংস্থার সাধারন সম্পাদক কবি কে এম তুহিন সাহেবের নির্দেশে গলাচিপা উপজেলার সৎ, মেধাবী,চিন্তাশীল, আদর্শবাদ, ও ন্যায়নিষ্ঠ লোকদের নিয়ে কার্যত্রুম পরিচালিত হচ্ছে।

আজ ০৪/০৯/২০ ইং সংগঠনের উপদেষ্টা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দদের এবং সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেবের ভোটে-

বিশিষ্ট সমাজসেবক, চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক জনাব মোঃ জামাল হোসেন সাহেব – গলাচিপা মানব কল্যাণ সংস্থা-GMKS এর কার্যনির্বাহী উপদেষ্টা পরিষদের সিনিয়র সহ উপদেষ্টা নির্বাচিত হন।

সিনিয়র সহ উপদেষ্টা সাহেবের পরিচিতি:-

নামঃ মোঃ জামাল হোসেন
পিতাঃ সুলতান আহমেদ খান
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি, বিএড
বর্তমান পেশাঃ প্রধান শিক্ষক
ঠিকানাঃ চরকাজল মাধ্যমিক বিদ্যালয়,গলাচিপা,পটুয়াখালী।
ফোনঃ 0719659652

সংগঠনের সভাপতি সাহেব বলেন , আমরা সত্যি আনন্দিত যে জনাব মোঃ জামাল হোসেন স্যার কে আমাদের প্রিয় সংগঠনের সিনিয়র সহ-উপদেষ্টা হিসাবে পেয়েছি। সংগঠনের সকল নেতা-কর্মীদের পক্ষ থেকে স্যার কে জানাই প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন ।

গলাচিপার একঝাঁক তরুন মেধাবীদের নিয়ে এ সংগঠন এগিয়ে যাচ্ছে এবং যাবে ইনশা আল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71