December 23, 2024, 4:35 pm

পটুয়াখালীতে র‍্যাব-৮,কতৃক গলাচিপা থেকে দুই মানবপাচারকারী আটক।

নিজেস্ব প্রতিবেদক।
  • Update Time : Sunday, September 6, 2020,
  • 220 Time View

সাম্প্রতিককাল মানব পাচার প্রতিরাধ র‍্যাব-৮, বরিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত ২৮ মে ২০২০ইং তারিখ লিবিয়ার রাজধানী ত্রিপালির দক্ষিণ শহর মিজদায় আন্তর্জাতিক মানব পাচার চক্র অভিবাসন প্রত্যাশিদেরকে অপহরণ করে মুক্তিপণ না পাওয়ায় ২৬ জন বাংলাদশীসহ ৩০ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় এবং ১১ জন বাংলাদশীকে গুরুতর আহত করে।

এ বিষয় র‍্যাব-৮ লিবিয়াসহ বিভিন্ন দেশে পাচারকারীদের তথ্য উপাত্ত সংগ্রহ করতঃ দ্রুত গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ জানতে পারে যে, র্দীঘদিন যাবৎ একটি মানব পাচারকারী চক্র মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশেনমাটা অংকের বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে মানব পাচার করছে। এদের শিকার মূলত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সের বেকার যুবকরা।

বর্ণিত চক্রটি বাংলাদেশ থেকে যুবকদের মধ্যপ্রাচ্য পাচার করে থাকে। তৎপরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল ০৫ সেপ্টেম্বর ২০২০ তারিখ রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন কল্যাণ কলস এবং কলাগাছিয়া এলাকায় মোঃ ইনছান উদ্দিন (৭২), পিতা-মৃত জব্বার হাওলাদার, সাং-কল্যাণ কলস, থানা-গলাচিপা,

ও মোঃ ইলিয়াছ খান (৩০), পিতা-মিরাজ খান, সাং-কলাগাছি, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত চক্রের সদস্য বলে স্বীকার করেন এবং প্রাপ্ত গোপন তথ্য সমূহের সত্যতা পাওয়া যায়। তারা প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে ভুয়া ভিসায় লোকজনকে মধ্যপ্রাচ্যে পাচার করে।

পরবর্তীতে কেউ কেউ সেদেশের আইনশ্রঙ্খলা বাহিনীর কাছে আটক হয় আবার কেউ পালিয় দেশে আসতে সক্ষম হয়। এভাবে প্রতারণা করে তারা লোকজনকে সর্বশান্ত করে আসছিল। আকটকৃত আসামীদেরকে জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71