কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফোর লেনের কাজ চলছে ধীরগতিতে। উন্নয়ন কাজ চলমান থাকায় বেশির ভাগ সড়ক খানাখন্দে পরিণত হয়েছে । এতে দুর্ভোগ বেড়েছে এই পথের যাত্রী ও চালকদের।
সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত ৫৬ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ে এ প্রকল্পের কাজ শেষ হবে বলেও জানান তারা।
কয়েকটি জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক। এ মহাসড়কটি চারলেনে রূপান্তরের কাজ শুরু হয় ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে । ২০২১ সালের জুন মাসে এ প্রকল্পের শেষ হওয়ার কথা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এ মহাসড়কে চারলেনের কাজ চলছে ধীরগতিতে। উন্নয়ন কাজ চলমান থাকায় এ সড়কের অধিকাংশই স্থানেই গর্ত আর খানাখন্দে পরিণত হয়েছে। বর্ষার এ সময়ে গর্তে পানি জমে সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগ বেড়েছে এই পথের যাত্রী ও চালকদের ।
এ মহাসড়কের ৫৬ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়েই ফোর লেনের কাজ শেষ হবে বলেও জানান সংশ্লিষ্টরা।
কুমিল্লা নগরীর টমছম ব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত ৫৯ কিলোমিটার চার লেনে উন্নীতকরণ কাজের ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৩০ কোটি টাকা।