চট্টগ্রামে জেলা প্রশাসনের অব্যাহত অভিযানে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে পেঁয়াজের বাজার। খাতুনগঞ্জে প্রতিকেজি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকায়। যা গত সপ্তাহের চেয়ে ১০ টাকা কম।
তবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শুধু খাতুনগঞ্জে অভিযান চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। যেসব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয় সেখানেও নজরদারি বাড়ানোর দাবি তাদের।
সেই সঙ্গে ভারত নির্ভরতা কাটিয়ে পেঁয়াজের বিকল্প বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন তারা।
পেঁয়াজের দাম নিয়ে কারসাজির অভিযোগে রবিবার খাতুনগঞ্জে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয় অন্তত ১০ ব্যবসায়ীকে।
প্রতিবাদে আধাবেলা পেঁয়াজ বিক্রি বন্ধ রাখেন আড়ৎদাররা।
যদিও বিকেলেই ভিন্ন চিত্রের দেখা মেলে খাতুনগঞ্জে। ১০ টাকা কমে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৫ টাকায়। কমতির দিকে চীন থেকে আমদানি করা আদার দামও।
ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ আসে দেশের স্থলবন্দর দিয়ে। সেই বন্দরে অভিযান না চালিয়ে শুধু খাতুনগঞ্জে অভিযান চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা।
পেঁয়াজসহ ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
পাইকারি বাজারে দাম কমায় এর প্রভাব পড়তে শুরু করেছে বন্দর নগরের খুচরা বাজারগুলোতে। প্রতিকেজি পেঁয়াজ কিনতে ভোক্তদের খরচ পড়েছে ৪০ থেকে ৪২ টাকা।