গলাচিপা যুব উন্নয়ন উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রগতি যুব ফাউন্ডেশনের পরিচয়পর্ব ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ এবং গলাচিপা সরকারি কলেজের মাল্টিমিডিয়া ক্লাসরুমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষক ও সাংবাদিক মু.মুনতাসীর মামুন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলী আজগর, আব্দুল হালিম ,গলাচিপা স্বপ্নপূরণ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক সাকিব হাসান।
গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ ও প্রগতি যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. ফোরকান কবির এর সভাপতিত্বে এ ছাড়া প্রগতি যুব ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ হাসান আলী ও গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ আব্দুস সালাম এবং প্রগতি যুব ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।