সন্তানহারা হলেন ৯০-এর দশকে বলিউডের জনপ্রিয় গায়িকা অনুরাধা পড়োয়াল। তার ছেলের নাম আদিত্য পাড়ওয়াল। বয়স হয়েছিল মাত্র ৩৫।
জানা গেছে, বেশ কিছু দিন ধরেই কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালেও। শনিবার (১২ সেপ্টেম্বর) সেখানেই মারা যান তিনি।
আদিত্যর মৃত্যুর খবর প্রথম জানান সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবন। তিনি লেখেন, “খবরটা শুনে খুব ভেঙে পড়েছি। আমাদের প্রিয় আদিত্য আর নেই! কী অসম্ভব ভাল মানুষ এবং দক্ষ মিউজিশিয়ান ছিল ও। দু’দিন আগেই ওর প্রোগ্রামিং করা একটা গান গাইলাম। ভাই তোমায় অনেক ভালবাসা। মিস করব”।
মায়ের মতো আদিত্যর জীবনও ছিল সঙ্গীতময়। পেশায় ছিলেন মিউজিক কম্পোজার। শুরু করেছিলেন বলিউড যাত্রাও। কিন্তু মাত্র ৩৫-এই থমকে গেল জীবন। থমকে গেল তাঁর সুরসাধনা।
২০১৭ সালে দেশের চতুর্থ সর্বোচ্চ সিভিলিয়ান সম্মান পদ্মশ্রীতে ভূষিত হন অনুরাধা। জাতীয় পুরস্কারও পেয়েছেন এই গায়িকা।
চার বার সেরা গায়িকা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি। প্রধানত সিনেমার প্লেব্যাক গায়িকা হলেও অনেক ভজনও গেয়েছেন তিনি।
নিজে সেভাবে গান না গাইলেও অনুরাধা পাড়ওয়ালের ছেলে আদিত্য মিউজিক অ্যারেঞ্জার এবং প্রোডিউসার।
এই বছরের শুরুতেই একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে আরও বেশি ভক্তিমূলক গানে মনঃসংযোগ করতে চান। সঙ্গীতের জগতে তাঁর মায়ের অবদানের কথাও বলেছিলেন তিনি। খবর: আনন্দবাজার পত্রিকা