ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এরই নাম ফুটবল এই প্রতিপাদ্যে জমকালো আয়োজনে কাদুটি ওয়ালটন প্রিমিয়ার লীগ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
১৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে চান্দিনার কাদুটি উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের সমাগমে উক্ত ফাইনাল খেলাটি অনু্ষ্ঠিত হয়।
কাদুটি দক্ষিন বাজার ব্রীজ সংলগ্ন জুনায়েদ ইলেকট্রনিক্স এন্ড মটরস্ এর স্বত্ত্বাধিকারী সোহেল আহমেদের তত্ত্বাবধানে আয়োজিত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম সুমন।
চারটি দল অংশগ্রহনের মধ্যকার প্রতিযোগিতায় ফাইনাল খেলার টিকেট অর্জন করে কাদুটি জুলেখা ফার্নিচার একাদশ বনাম ছালমা টেইলার্স একাদশ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগত জেড এ আসাদুজ্জামান মাসুদ এবং সহযোগী মহসিনুল হক মধু ও জামাল হোসেনের ম্যাচ রেফারীর পরিচালনায় ছালমা টেইলার্স একাদশ জুলেখা ফার্নিচার একাদশ কাদুটিকে ১-০ গোলে পরাজিত করে কাঙ্খিত চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
উক্ত খেলায় হুমায়ুন ম্যান অব দ্যা ম্যাচ ও রিপন আহমেদ ম্যাচ অব দ্যা সিরিজ ট্রফি অর্জন করে।
খেলায় আমিনুল ইসলাম রায়হান এর চমৎকার ধারাভাষ্যকায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম,নাসির মজুমদার, সুমন পাটোয়ারি , আবুল বাশার, হাজী সামছুল হক,জাকির হোসেন,মোঃ শাহজালাল সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।
খেলার সভাপতি জুনায়েদ ইলেকট্রনিক্স এন্ড মটরস্ এর স্বত্ত্বাধিকারী সোহেল আহমেদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন প্রতিবছর ওয়ালটনের পক্ষে প্রিমিয়ার লীগ আয়োজিত হবে।
মাদক থেকে সর্বদা মুক্ত রাখতে এমন ক্রীড়ার আয়োজন।শুরু থেকে যারা কষ্ট করে এমন ফাইনাল উপহার দিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খেলা শেষে অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বিজয়ী ও বিজেতাদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ওয়ালটন এল ই ডি টিভি হাতে তুলে দেন।