ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ২০২০-২০২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে বন্যা দুর্গত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় শাক ও সবজির বীজ বিতরণের উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে শাক, সবজির বীজ বিতরণ উদ্ভোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিন্ময় কর অপু এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক। অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়নের ৯৯৫ জন কৃষককে সল্পমেয়াদী উন্নত মানের মোট ৪৮৫ গ্রাম করে ১৩ রকমের বীজ দেয়া হয়েছে।
উল্লেখ্য, করোনাকালীন সময়ে ১ম ধাপে উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩২০ জন কৃষককে বীজ, সার, বেড়া পরিচর্যা বাবদ অর্থ প্রদান করা হয়েছে।