পিঁয়াজ বাজারে আতঙ্ক যেন দিনদিন বেড়েই চলেছে। ভোগান্তির সীমানা বাড়া-কমার মধ্যেই। তবে সাধারণ মানুষের ভোগান্তিকে কমিয়ে আনতে জেলা প্রশাসন সর্বাত্তক চেষ্টা ও বাজার পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পিঁয়াজ বাজারের অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা ও সতর্ক হওয়ার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।