এশিয়ার শেয়ারবাজারে ব্যাপক দরপতনের ঘটনা অব্যাহত রয়েছে। যুক্তরাজ্যে ও যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ আবার বাড়ছে এমন আশঙ্কায় শেয়ারবাজারে এমন পতনের ঘটনা ঘটল।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার পুঁজিবাজারে সূচক কমে তিন মাস আগের অবস্থানে নেমে এসেছে। সূচক কমেছে দক্ষিণ কোরিয়া ও চীনের শেয়ারবাজারেও। তবে জাপান আজ ছুটি থাকায় পুঁজিবাজারে লেনদেন বন্ধ রয়েছে।
গতকাল সোমবার ব্যাপক দরপতন হয় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে। যুক্তরাজ্যের পুঁজিবাজারে একদিনেই হারিয়েছে ৫০ বিলিয়ন পাউন্ড।
সেই সঙ্গে সূচক কমেছে ইউরোপের পুঁজিবাজারে। তবে যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে শেয়ারের দর কমার অন্যতম কারণ ফিনসেন ফাইলস ফাঁসের ঘটনা।