জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় নিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গোলটেবিল বৈঠক হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবাপ্রদানকারীরা অংশ নেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে উপকূলবাসীদের সুরক্ষার বিষয়ে গোলটেবিল বৈঠকে আলোচনা হয়। বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগণের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।
কৃষি, মৎস্য, পশু পালনসহ উপকূলের মানুষের জীবন-জীবিকার অভিযোজিত চর্চাকে সংগঠিত ও সম্প্রসারণ করা প্রয়োজন।
ভার্কের প্রকল্প সমন্বয়কারী মোহসীন তালুকদারের সঞ্চালনায় এ বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রিপন খন্দকার, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান ও রাঙ্গাবালী সিপিপি টিম লিডার শফিকুল আজম মুকুল প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, হালিমা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ নুর-এ আলম বিপ্লব, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হিরণ, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল প্রমুখ।