পটুয়াখালীতে পৈতৃক ভিটা নাছারায় আপন ছোট ভাই কতৃক মিথ্যা মামলা সহ প্রান নাশের হুমকি দিয়েছে বলে ভুক্তভোগী বড় ভাই মোঃ বাবুল তালুকদার ও তার পরিবারের অভিযোগ।
সদর উপজেলার ১০ নং কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া তালুকদার বাড়ীতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানাগেছে, বাবুল তালুকদার দীর্ঘ দিন যাবত রাজ মিস্রী হিসেবে সহরের বিভিন্ন জায়গায় কাজ করে আসছে।
তার ছয় সদস্যের পরিবার নিয়া নিজের পৈতৃক ভিটা সদর উপজেলা পরিষদের উত্তর পাশে ৭-৮ বছর পূর্বে থেকে বসবাস করে আসছে।
কিন্তু প্রায় তিন বছর পূর্বে থেকে আপন ছোট ভাই ওলি ( বর্তমানে P.W.D অফিস সংলগ্ন চায়ের দোকান করে) বাবুলকে ওলির নামে বাবুলের পৈতৃক ওয়ারিশ সুত্রে পাওয়া জমি লিখে দিতে বল্লে বাবুল তা অস্বীকার করায় বিগত দিনে প্রায় ৫ বার হামলা সহ মারধর করে বলে বাবুলের পরিবারের অভিযোগ।
ওলি আপসহীন হয়ে পরলে প্রশাসনের বিভিন্ন দপ্তরে বিভিন্ন নামে বেনামে অভিযোগ দিয়ে হয়রানি করছে বলে বাবুলের পরিবারের অভিযোগ। বাবুলের ছেলে বাপ্পি (১৭) পটুয়াখালী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে লেখাপড়া করে ফাকে তার বাবার সাথে রাজ মিস্রীর কাজে সহযোগিতা করে।
বাবুল কাজের জন্য বাহিরে থাকা কালীন তার স্ত্রী ও সন্তান সহ ঘরে থাকায় তার পরিবার নিরাপত্তা হীনতায় ভূগছে বলে পরিবারের অভিযোগ।
এ ঘটনায় বাবুলের পরিবার বলছে ওলি পটুয়াখালী পুলিশ সুপার অফিস সংলগ্ন চায়ের দোকান করে বিধায় তার অনেক পুলিশের সাথে পরিচয় আছে এবং সেকারণে বিভিন্ন মিথ্যা মামলা হামলার হুমকি দিচ্ছে বলে পরিবারের অভিযোগ।
এ ঘটনায় বাবুলের পরিবার আইনের সহযোগিতা নিবেন এবং আইনি সাহায্য প্রকৃয়াধীন রয়েছে, বিষয়টি পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সকল প্রশাসনের হস্তক্ষেপ কামনা ও ন্যায় বিচারের প্রত্যাশা করছে বাবুলের পরিবার।