পটুয়াখালীর গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখতে এসে মো. খোর্শ্বেদ আলম (৫৪) ও মো. রুহুল আমিন (৩৭) নামের দুই জনের মাথা ও হাতের উপর ছাদের পলেস্তার খসে পড়ায় গুরুত্বর আহত হয় এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। এ ঘটনায় পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মুহাম্মদ জাহাঙ্গীর আলম মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন। জানা গেছে, গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা রুহুল আমিনের স্ত্রী মাকসুদা বেগম এবং ডাকুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা খোর্শ্বেদ আলমের এক আত্মীয় অসুস্থ হয়ে পড়লে তাদেরকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তাদেরকে দেখতে এসে সোমবার রাতে হাসপাতালের ছাদের পলেস্তার খসে পড়ে খোর্শ্বেদ আলমের মাথা ফেটে যায় এতে তার তিনটি সেলাই লাগে। আর রুহুল আমিনের হাতে পড়লে সে গুরুতর আহত হয়। বর্তমানে দুই জনই হাসপাতালে ভর্তি আছে। এ ব্যাপারে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন এবং বলেছেন তাদেরকে ফ্রি চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, ৫০ বছর আগের ভবন হওয়ায় এ ঘটনা ঘটেছে। নতুন ভবনের নির্মানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।