প্রতিনিধি সাইফুল ইসলাম
র্যাব৮, সিপিসি১ (পটুয়াখালী ক্যাম্প) কর্তৃক পটুয়াখালির গলাচিপা হতে ২ মাদকসেবী আটক, ৬ মাসের জেল।
বিস্তারিতঃ র্যাব৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১৫/০৩/২০২০ ইং তারিখ বিকাল আনুমানিক ০৩ ঘটিকার সময় পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন উলানিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন মাদক সেবি (১)মোঃ সোহেল হাওলাদার (৩০) পিতাঃ মোঃ রফিক হাওলাদার, (২)সঞ্জিব মাঝি(২০) পিতা- বাসুদেব মাঝি উভয় সাং পূর্বপাড় ডাকুয়া, থানা গলাচিপা, জেলা পটুয়াখালী কে আটক করা হয়।এসময় তাদের নিকট হতে আনুমানিক ৫০ গ্রাম গাজা জব্দ করা হয়।এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুহৃদ সালেহীন, সহকারি কমিশনার ভুমি, গলাচিপা, পটুয়াখালী আটককৃত প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২১ ধারা মোতাবেক ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।