গত ১৯ দিনে (৩ অক্টোবর পর্যন্ত) দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতে রপ্তানি হয়েছে ১০ লাখ কেজি (১ হাজার টন) ইলিশ।
যা থেকে সরকারের আয় হয়েছে ৯ কোটি ৯৭ হাজার ১২০ ডলার।
বেনাপোল কাস্টমস সূত্র এ তথ্য নিশ্চিত করে।
বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শক আসওয়াদুল আলম জানান, ভারতে ইলিশ রপ্তানি হওয়ায় অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা। তাতে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে।