পটুয়াখালীর গলাচিপায় বন্দর বণিক সমিতির আহবায়ক গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কালাম মোহাম্মদ ঈসা’র মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে গলাচিপা বন্দর বণিক সমিতির উদ্যোগে এ শোক সভা অনুষ্ঠিত হয়। বাবু পরিমল চন্দ্র কর্মকারের সভাপতিত্বে ও তাপস দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা এম পি।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্, উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক তপন বিশ^াস, মো. আলমগীর হোসাইন, কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি বাবু দিলীপ বণিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ধলা মিয়া, মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার,
দপ্তর সম্পাদক ও গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত, গলাচিপা সিনিয়ার সাংবাদিক খালিদ হোসেন মিল্টন, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ প্রমুখ। এ ছাড়া সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।