December 23, 2024, 10:16 am

পটুয়াখালীর বাউফলে অবৈধ ইটভাটায় র্যাব-৮ অভিযান আটক ৩।

Reporter Name
  • Update Time : Thursday, March 19, 2020,
  • 400 Time View

পটুয়াখালী প্রতিনিধি মোঃ লোকমান মৃধা।

কৃষিজমি ধ্বংস করে স্থাপিত একেকটি ইটভাটায় প্রতিদিন পুড়ছে শত শত গাছ। আগুনের উত্তাপ আর নির্গত গ্যাসে জ্বলে যাচ্ছে আশেপাশের ফসলের জমি।

বায়ু দূষণ কমাতে উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক কাজ করছে র্যাব কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন বলেন।

পটুয়াখালী ক্যাম্প পরিবেশ অধিদপ্তর, বরিশাল এর যৌথ উদ্যোগে অদ্য ১৯ মার্চ ২০২০ইং সকাল আনুমানিক ১১ ঘটিকা ইতে বিকাল ঘটিকা পর্যন্ত পটুয়াখালী জেলার বাউফল থানাধীন কাছিপারা এলাকায় মেসার্স এম কে ব্রিকস ইটভাটায় অভিযান পরিচালনা করে উক্ত ইটভাটার মালিক মোঃ মনিরুজ্জামান খান (৪১) পিতামৃত মোন্তাজ খান, সাং কাছিপাড়া,থানা বাউফল, জেলা পটুয়াখালী এবং ধানদী এলাকায় মেসার্স সিয়াম ব্রিকস   অভিযান পরিচালনা করে উক্ত ইটভাটার ম্যানেজার  মোঃ তারেক খান(৩৩) পিতাঃ মতিন খান সাংনওমালা থানাবাউফল, জেলাপটুয়াখালী কে আটক করে।

 এছাড়াও বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন মেসার্স এস টি ব্রিকস নামক ইটভাটায় অভিযান পরিচালনা করে উক্ত ইটভাটার ম্যানেজার মোঃ আঃ রাজ্জাক হাওলাদার (৩৫) পিতাঃ মোঃ দেলোয়ার হোসেন সাংরোকনউদ্দিন থানা বাকেরগঞ্জ, জেলাবরিশাল কে আটক করে।

সময় অনুমোদনহীনভাবে অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে জনাব মোঃ আবদুল হালিম, পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, বরিশাল আটককৃত ০৩ জনের প্রত্যেককে ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধনী ২০১৯) এর ধারা মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।  [র্যাব-৮ পুরাতন নিউজ]

এছাড়াও অবৈধ ইটভাটা গুলো গুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়াও একই সময়ে বরিশাল  জেলার বাকেরগঞ্জ  থানাধীন ফরিদপুর ইউনিয়ন এর রঘুনাথদ্দি এলাকায় হানিফ হাওলাদার এর মালিকানাধীন মেসার্স হীরা ব্রিকস এবং মীর মনিরুল ইসলাম এর মালিকানাধীন মেসার্স এম এম বি সি ব্রিকস নামক ইটভাটায় অভিযান পরিচালনা করলে উক্ত ইটভাটার মালিকগন কৌশলে পালিয়ে গেলে উক্ত ইটভাটাগুলো ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে সীলগালা করে দেওয়া হয়।

এদিকে অবৈধ ইটভাটায় অভিযান দেয়ার সাথে সাথে এলাকাবাসীর চোখে মুখে দেখা যায় আনন্দের ছায়া উল্লেখ্য বিভিন্ন ইটভাটার আশেপাশের বসবাসকারী মানুষের প্রতিনিয়ত হত বিভিন্ন প্রকারের সমস্যা ধুলাবালি ও রাস্তাঘাট ভেঙেচুরে যেত এই ইটভাটার কারণে এলাকাবাসী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমরা র্যাবের প্রতি অত্যন্ত খুশিআবার অনেক মুরুব্বীরা বলেন রেবের সকল কর্মীদের জন্য আমাদের দোয়া ও ভালোবাসা রইলো এরকম একটি অভিযান পরিচালনা করার জন্

তবে পরিবেশ নিয়ে কাজ করা একাধিক সংগঠনের দাবি এরকম অভিযান নিয়মিত করা হলে অবৈধ ইটভাটা বন্ধ হয়ে যাবে [র্যাব-৮ পুরাতন নিউজ]

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71