পটুয়াখালীর কথিত নাভানা কোম্পানির ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত পেতে স্থানীয়দের উদ্ধ্যোগে মরিচবুনিয়া ইউনিয়নের ইমানদী বাজারে অদ্য বিকাল আনুমানিক ৩ঃ০০ ঘটিকার সময় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রায় হাজার খানেক সদস্য উপস্থিত ছিলেন।
স্থানীয় জামাল চৌকিদার ও জাকির প্যাদা বৈঠকে নেতৃত্বদেন বলে জানাগেছে। এছারা পটুয়াখালী সদর থানার এস আই মাসুদ রানা ও এ এস আই আমিনুল ইসলাম উপস্থিত ছিলো বলে জানাগেছে। বৈঠকের মূল বিষয় বস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের টাকা হিসাবআন্তে ফেরত দিবে কথিত নাভানা কোম্পানির মালিক নাসির উদ্দীন সবুজ, শাহজাহান গাজী, বাদল, আমিনুল ও নোমানরা। এ বিষয় অভিযুক্তদের বিরুদ্ধে চলমান একাধিক মামলার মধ্যে ১১ টি মামলায় গ্রাহকদের টাকা ফেরত দিবে মর্মে মুচলেকা দিয়েছে বলে জানাগেছে।
মুচলেকা দেয়া মামলার নাম্বার যথাক্রমে সি আর ২৪০/২০,২২৯/২০,২৩০/২০,১৫৭/২০,১৪৮/২০,১৬৩/২০,২৩২/২০,২০৫/২০,২৪৬/২০,১৬৫/২০ ও জি আর ৯৭/২০।স্থানীয় সুত্রে জানাগেছে কথিত নাভানা কোম্পানিটি গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাত করে গত ২২ শে ডিসেম্বর ২০১৯ গা ঢাকা দিয়ে পালিয়ে জায়। এ বিষয় পটুয়াখালী আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
আসারবানী হচ্ছে কথিত নাভানা কোম্পানির মালিক নাসির উদ্দীন সবুজ সহ তার গ্রুপের বয়াক্তিরা টাকা ফেরত দেয়ার অঙ্গীকার করলে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। তবে অনেকেই বলছে এ বিষয় ইতিপূর্বে গ্রাহকের টাকা ফেরত দেয়ার জন্য স্থানীয় একাধিক ব্যাক্তিরা সমঝোতার চেস্টা করলে ও তাদের সকল চেস্টা ভেস্তে যায়।
তবে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের একটাই দাবী যেকোনো মূল্যে তাদের টাকা ফেরত চাই। কে বা কারা কখন কার মাধ্যমে টাকা ফেরত পাবে এ বিষয় তাদের এখনো কিছু জানা নেই। তবে এ বিষয় তারা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।