জোরদার মনিটরিং, মূল্য নির্ধারণ করে দেওয়ার পরও বাজারে আলুর দাম ঠিক রাখা যাচ্ছে না। আগের নিয়মে ইচ্ছামতো দাম নিচ্ছেন বিক্রেতারা। বাজারের অনেক আড়ৎ ফাঁকা হয়ে আছে হিমাগার থেকে আলুর সরবরাহ না থাকায়। তবে প্রশাসনের আশ্বাস শিগগির বাজার স্বাভাবিক হবে।
বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালতের অভিযান-সবই হচ্ছে। কিন্তু দামে প্রভাব পড়ছে না। সরকার নির্ধারিত দামে শুক্রবারও বাজারে মেলেনি আলু। ঘোষণা থেকেছে কেবল কাগজে। বাজারের ব্যাগ হাতে এসে আলুর দাম শুনে তাই ক্ষুব্ধ ক্রেতাদের অনেকে।
হিমাগার থেকে আলুর সরবরাহ না থাকায় অনেক আড়ৎ ছিল ফাঁকা। যাদের কাছে আলু ছিল তারাও বিক্রি করেছেন বেশি দামে। প্রশাসনিক ঝুঁকি এড়াতে তাই দামের স্লিপ দেয়া হয়নি খুচরা বিক্রেতাদের।
কৃষি বিপণন অধিদফতর থেকে দেশের সব জেলাপ্রশাসককে বাজার মনিটরিং করতে চিঠি দেয়ার পরও তার প্রভাব নেই বাজারে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, শিগগিরই আলুর দাম স্বাভাবিক হবে।
এই সংকট কৃত্রিম দাবি করে, আলুর দাম স্বাভাবিক করতে হিমাগারগুলোতে অভিযানের দাবি জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।