নাটোর সদরের হয়বতপুর বাজারে শনিবারে দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নগদ সাত লাখ টাকাসহ আপন পাঁচ ভাইয়ের সংসার ও ব্যবসার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। নাটোর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আসতে আসতে নিমিষেই সব পুড়ে ছাই হয়ে যায়।
নাটোর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সোয়া দুইটার দিকে হয়বতপুর বাজারে প্রতিবেশী শামসুল ইসলামের রাইস মিল থেকে হঠাৎ করেই শিক্ষক রুহুল আমিন ও মোবারক হোসেনসহ তাদের পাঁচ ভাইয়ের বাড়িতে আগুন লেগে যায়।
এসময় তাদের বসবাসের সেমি পাকা আটটি ঘর ও ঘরের টিভি ফ্রিজ, খাট, ২০বিঘা জমির দলিলসহ যাবতীয় জিনিসিপত্র আগুনে পুড়ে যায়। আগুনে সাত দিন আগে সৌদি আরব থেকে দেশে আসা তাদের ভাই আশরাফুল ইসলামের নগদ সাত লাখ টাকা ও সকল জিনিসপত্র পুড়ে যায়। এ সময় রাইস মিলের পাশের একটি নুরুনী মাদরাসা ও বস্তার গোডাউন পুড়ে গেছে।
নাটোর ফায়ার সার্ভিস কর্মীরা আসতে আসতে নিমিষেই তাদের সব কিছৃু পুড়ে গেলেও তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পরিবারটিতে কান্নার রোল পড়ে যায়।