December 25, 2024, 5:56 am

গলাচিপায় কেন্দ্রীয় যুবলীগ নেতার আগমনে মানুষের ঢল

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • Update Time : Saturday, October 24, 2020,
  • 133 Time View

পটুয়াখালীর গলাচিপায় কেন্দ্রীয় যুবলীগ নেতা মু. মামুন আজাদের আগমনে মানুষের ঢল নেমেছে। শনিবার বেলা ১১টার দিকে পৌর ফেরিঘাটে হাজার হাজার আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষ কেন্দ্রীয় যুবলীগ নেতাকে শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত জানান। এ সময় মামুন আজাদ দলীয় নেতা-কর্মীদেরকে নিয়ে মিছিল সহকারে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন। পরে সেখানে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে মামুন আজাদ বলেন, ‘বৈশি^ক করোনা ভাইরাস আজ আমাদের সকলের জীবনের জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই আপনারা সকলে বাহিরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, আজও আছি। তাই আপনাদের মঙ্গল ও পৌর এলাকার উন্নয়নের জন্য আসন্ন পৌরসভা নির্বাচনে আমি পৌর মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন।’ পরে কেন্দ্রীয় যুবলীগ নেতা দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রয়াত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গলাচিপা শহর বণিক সমিতির আহবায়ক আবুল কালাম মোহাম্মদ ঈসা’র পৌরসভার বাস ভবনে স্বজনদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন। এর পরে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন করেন ও কমিটির সভাপতি দিলীপ বণিকের সাথে এক সৌজন্য স্বাক্ষাৎ করেন। এ সময় পৌরসভার চারটি পূজা মন্ডপে যুবলীগ নেতা ৫হাজার মাস্ক বিতরণ করেন এবং ধর্মপ্রাণ সকল হিন্দুদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া পৌর শহরের পূজা মন্ডপসহ চারপাশ এলাকায় আইনশৃঙ্খলার বিঘœ যাতে কেউ ঘটাতে না পারে তার জন্য পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করারও আশ^াস দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্, ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71