‘সিলেটের রায়হান হত্যা মামলার মূল আসামিকে শনাক্ত করা হয়েছে। তাকে দ্রুতই গ্রেপ্তার করা হবে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘আলোচিত এ হত্যাকাণ্ডের মূল আসামিকে শিগগিরই ধরা হবে। অপরাধীরা কেউ ছাড় পাবে না। পুলিশ কোনো অপরাধ করলে তাদেরও ছাড় দেওয়া হবে না।’
পুলিশের অপরাধে জড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনায় পুলিশ যেখানেই অন্যায় করছে, শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের ছাড় দেওয়া হয়নি। তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে। নৈরাজ্যকারী কেউ ছাড় পাবে না। ’
মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর আধুনিকায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। দ্রুতই পুলিশ বাহিনীতে দুটি হেলিকপ্টার প্রদান করা হবে। এছাড়াও পুলিশের জন্য আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।
এর আগে মন্ত্রী সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। টাঙ্গাইলের ঘাটাইলে নির্ধারিত অনুষ্ঠানে যাওয়ার আগে তিনি সার্কিট হাউজে অবস্থান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, তানভীর হাসান ছোট মনির, হাসান ইমাম খান সোহেল হাজারী, আতাউর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।