বরিশাল বিভাগের সেরা সম্পাদক হিসেবে সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বরগুনা থেকে প্রকাশিত দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মোশারফ হোসেন।
বিশ্ব উন্নয়ন তথ্য দিবস উপলক্ষ্যে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আয়োজিত এক সভায় এ সম্মাননা প্রদান করা হয়।
২৪ অক্টোবর সকাল ১০ টায় ঢাকাস্থ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. দুলাল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক দ্বীপাঞ্চল সম্পাদক মো. মোশাররফ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দৈনিক দ্বীপাঞ্চল সম্পাদক মো. মোশারফ হোসেন উপকূলীয় কৃষি সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ২০১১ সালে শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় ও মুক্তধারা ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে দেশ সেরা ১০ সাংবাদিকের সম্মাননায় ভূষিত হন। এছাড়া ২০১২ সালে তথ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এবং সেভ দ্য চিলড্রেনের যৌথ আয়োজনে শিশু সাহিত্য বিকাশে অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা লাভ করেন।