পটুয়াখালী সদর থানার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই সমকামী নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। বাউফল থানায় দায়েরকৃত একটি অপহরণ মামলায় বুধবার (২৮ অক্টোবর) ভোর পাঁচটায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, ফেইসবুকের মাধ্যমে জানুয়ারী মাসে জেলার বাউফল ও গলাচিপা উপজেলার ওই নারীদ্বয়ের পরিচয় হয়।
ম্যাসেঞ্জারের মাধ্যমে তারা সম্পর্ক গড়ে তোলে এবং বেশ কয়েকবার দেখা-সাক্ষাৎও করে।
সম্প্রতি বাউফলের কিশোরী বাড়ী থেকে উধাও হয়ে গেলে তার বাবা বাউফল থানা একটি অপহরনের অভিযোগ দায়ের করে। অভিযোগ বলা হয়, তার মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় প্রলোভন দেখিয়ে, ফুসলিয়ে এবং জোড় করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় গ্রেপ্তারকৃত মূল আসামী। অপরদিকে মূল আসামীর দাবি অপ্রাপ্ত বয়স্ক হলেও তারা পালিয়ে গিয়ে বিবাহ করেছে।
গ্রেপ্তারকৃত মূল আসামীর বিরুদ্ধে একটি মাদকের মামলা রয়েছে বলে জানায় র্যাব।