মণিরামপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময়ে বিএসটিআই এর লাইসেন্স বিহীন পণ্য বিক্রয় ও অসত্য তথ্য প্রদানের করার জন্য জরিমানা আদাঁয় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেড ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।
অভিযানে সহায়তা করেন বিএসটিআই ফিল্ড অফিসার (সিএম) খুলনা’র মোঃ শাহাদাৎ হোসেন।
বুধবার দুপুরে উপজেলা খেদাপাড়া ইউনিয়নের সোহরাব মোড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করার সময়ে ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই-এর লাইসেন্স বিহীন পণ্য বিক্রয় ও মিথ্যা তথ্য প্রদানের জন্য আল-আমিন ষ্টোরকে ১ হাজার টাকা এবং মা আমেনা বেকারীকে অসত্য তথ্য ও ভূয়া লাইসেন্স প্রদর্শণ করায় ৫ হাজার টাকা জরিমানা আঁদায় করা হয়।