গলাচিপার উলানিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার বেলা ১০টায় মেসার্স রাইসা এন্টার প্রাইজের স্বত্বাধিকারে উলানিয়া বন্দরের মোতাহার মাওলানা ভবনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রতনদী তালতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. গোলাম মোস্তফা খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পটুয়াখালীর শাখা প্রধান মো. জহিরুল ইসলাম জাকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া, রতনদী তালতলী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবুল বশার
হাওলাদার,উলানিয়া বন্দর যুবলীগের সভাপতি আরিফ হাওলাদার। আরও উপস্থিত ছিলেন ডাকুয়া ইউনিয়ন পরিষদ সদস্য বশির সরদার, বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির শিক্ষক রেদওয়ান করিম তালাল, উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক আহসান ফরিদসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্য মান্য ব্যক্তি বর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম শামিম।