দেশে গণতন্ত্রের চর্চা নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে উপজেলা দিবস উপলক্ষ্য জাতীয় ছাত্র সমাজ আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি আরো বলেন, দেশে আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে। জনপ্রতিনিধিদের কথা নির্বাহী বিভাগ শুনছেন না এতে সংবিধান লঙ্ঘিত হচ্ছে এসময়, নির্বাচন ও শাসন ব্যবস্থা পরিবর্তনে জাতীয় পার্টির পক্ষ থেকে এক প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়েছে বলেও জানান জিএম কাদের।