December 23, 2024, 2:43 pm

তবুও বস্তা প্রতি চালের দাম বাড়লো ১০০ টাকা

অনলাইন ডেস্ক
  • Update Time : Friday, October 30, 2020,
  • 543 Time View

চট্টগ্রামের বিভিন্ন আড়তে চালের পর্যাপ্ত মজুদ থাকার পরও বস্তা প্রতি সব ধরনের চালের দর বেড়েছে ১শ টাকা পর্যন্ত । ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের নজরদারীর অভাবে গেল দফায় দফায় বাড়ছে চালের দাম ।

এ অবস্থায় আয় ব্যায়ের হিসাব মেলাতে পারছে না তারা । তবে উত্তরবঙ্গের চালের মোকামে চালের দাম বৃদ্ধিকেই দুষছেন আড়তদাররা ।

গেল এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের চাক্তাই ও পাহাড়তলি আড়তে চালের দাম বেড়েছে বস্তা প্রতি ১শ টাকা পর্যন্ত। আর পাইকারী বাজারে মোটা স্বর্ণা চাল কেজিতে ৫০ আর পাইজম চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকা দরে ।

একই সাথে বেড়েছে অন্যান্য চালের দামও ।

ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের নজরদারীর অভাবেই দফায় দফায় বাড়ছে চালের দর । এ অবস্থায় আয়-ব্যায়ের হিসাবে মিলাতে পারছে না তারা

আড়তদাররা বলছেন, উত্তরবঙ্গের চালের মোকামগুলোতে চালের দর বৃদ্ধির কারণেই চট্টগ্রামে এর প্রভাব পড়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71