পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে লিজ নেয়া খালে জাল ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন আহত হবার খবর পাওয়াগেছে। শুক্রবার রাত ১১ টায় এই ঘটনা ঘটে। এ সময়, গুরুতর জখম অবস্থায় তাদেরকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন,মোঃ ফারুক (৪০), মোঃজাফর প্যাদা(৩৫) মোঃ রফিক (৩৭)।
স্থানীয় সূত্রে জানা যায় চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পটুয়াখালী জেলা পরিষদের সদস্য একে শামসুদ্দিন আবু মিয়া সরকারের কাছ থেকে লিজ নিয়ে দীর্গদিন ধরে দারভাঙ্গা খালটিতে মাছ শিকার করে আসছেন । গত কয়েক দিন ধরে একই এলাকার কিছু লোক জন রাতের আধারে জাল ফেলে মাছ শিকার করে নিচ্ছে এমন খবর পেয়ে তার খাল পাহারাদার ফারুক,জাফর,রফিক পানপট্রি ঘোজা নামাক স্থানে গিয়ে কিছু জাল পাতা দেখতে পায় সেই জালের কাছে গিয়ে জাল তুলতে গেলে ওখানকার কিছু লোকের সাথে সংঘর্ষ বেধে যায় এতে ৩ জন আহত হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে এলাকায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয় একে শামসুদ্দিন আবু মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, দীর্ঘদিন ধরে আমি সরকারের কাছ থেকে খালটি লিজ নিয়ে ভোগ করে আসছি কিছু লোক জন আমার খালে রাতের আধারে জাল ফেলে মাছ শিকার করে আমার পাহারাদার সেখানে গেলে ওখানকার মোঃ আক্কাস এর নেতৃত্বে কিছু লোক আমার পাহারাদারে উপর হামলা করে।
চরমোন্তাজ পুলিশ তদান্তকেন্দের ইনচার্জ মোঃ বিল্লাল হোসাইন বলেন,আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি তবে অভিযোগ দিলে ব্যবস্থা নেব।