সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় “মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ম হল রুমে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজামউদ্দিন মোল্লা। আরও উপস্থিত ছিলেন উপজিলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মস্তফা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন, যুব উন্নয়ন ক্রেডিট সুপার ভাইজার আঃ হালিম, মোঃ আলী আজগর, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. মামুন আজাদ, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাব সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ প্রমুখ। প্রধান অতিথি বলেন, যুবকরাই হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যৎ কর্নধার, তাদের সুযোগ্য নেতৃত্বের সুবাধে দেশ হয়ে উঠবে সমৃদ্ধশালী এক দেশ যার নাম আমার বাংলাদেশ। যুবকরাই বাংলাদেশকে তুলে ধরছেন বিশ্বের দরবারে। তাদের ঐকান্তিক প্রচেষ্ঠায় দেশ এখন উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুবদের জন্য ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক বিতরণ ও প্রগতি যুব ফাউন্ডেশন সংগঠনের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।