ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর বরিশাল বিভাগের আওতাধীন পটুয়াখালী জেলার অন্তর্ভুক্ত গলাচিপা উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
৩১ অক্টোবর ২০২০ তারিখে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো. মিজানুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক দপ্তর আদেশের মাধ্যমে পূর্বের ৩০ সদস্য বিশিষ্ট কমিটি বহাল রেখে পুনরায় নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। এতে যথাক্রমে পূর্বের সভাপতি মো. ইমাদুল মাঝি ও সাধারণ সম্পাদক মো. নুরুল আমীনকে বহাল রাখা হয়। উল্লেখ্য, ২৬ অক্টোবর ২০১৮ তারিখে উক্ত কমিটি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক ইমাদুল মাঝিকে সভাপতি ও নুরুল আমীনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছিল