পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় গভীর শোক ও শ্রদ্ধায় মঙ্গলবার পালিত হয়েছে ইতিহাসের কলঙ্কময় জেলহত্যা দিবস। উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছেন।
জেলহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শুরু করা হয় জেলহত্যা দিবসের কর্মসূচি।
সন্ধ্যা ৬টায় উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ে জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহীন শাহ, সাংগঠনিক সম্পাদক তপন বিশ^াসসহ আওয়ামীলীগের অংগ সংগঠনের নের্তৃবৃন্দ।