ব্যাটরিচালিত রিকশা বৈধ না কি অবৈধ তা নির্ণয় করার দায়িত্ব সিটি কর্পোরেশন বা সরকারি অন্য কোনো সংস্থার। এই মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি মনে করেন রিকশা রাস্তায় চলবে কী চলবে না তা পুলিশ ঠিক করে দিতে পারে না।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত রিকশাচালকদের মানববন্ধনে সংহতি জানিয়ে ভিপি নুর এই কথা বলেন। তিনি রিকশাচালকদেরকে ঐক্যবদ্ধ হয়ে মেয়রের কাছে যাওয়ার পরামর্শ দেন।
ব্যাটারিচালিত রিকশা অবৈধ ঘোষণা ও সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রিকশাচালকরা এই মানববন্ধন করে। রিকশা উচেছদ অভিযানকে ঘিরে চাঁদাবাজি হয় বলেও অভিযোগ করেন নুরুল হক নুর।
মানববন্ধনে রিকশাচালক নেতারা তিন দফা দাবি জানান। এগুলো হলো, ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন করা, প্রধান সড়কে রিকশার জন্য আলাদা লেন করে দেওয়া, হযরানি ও প্রভাব স্থায়িভাবে বন্ধ করা।