৷ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমোন্ডল বাজারে মঙ্গলবার সকাল ১০টায় মানববন্ধন ও মিছিছিল করেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, চরমোন্তাজ ইউনিয়ন থেকে এক বছরে প্রায় ১৫টি গরু চুরি হয়েছে।
চোরের যন্ত্রণায় রাত জেগে পাহারা দিতে হচ্ছে আমাদের। চুরির ঘটনায় ইউনিয়নের চরলক্ষী গ্রামের মোঃ দুলাল শিকদারের ছেলে মোঃ সজিব দুলালের নাতি জুনাইদকে দায়ী করে আন্দোলনে নামেন এলাকাবাসী। গরু চুরির ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করতে ওখানকার কিছুলোক উঠেপরে লেগেছে বলেও অভিযোগ উঠেছে।
মানববন্ধন শেষে মিছিল বের করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন-চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ছালাম প্যাদা সহ আরো অনেকে। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ ব্যাপারে চরমোন্তাজ পুলিশ তদান্তকেন্দের ইনচার্জ মোঃ বেল্লাল হোসাইন বলেন, আমরা চোর ধরার ব্যাপারে সচেষ্ট আছি।