জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে ৬জনকে গুরুতর আহত করেছেন এলাকার চিহ্নিত ভূমিদস্যু, চাঁদাবাজ মহসিন ব্যাপারি। ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের আলগী তাফালবাড়িয়া গ্রামে।
মামলা সূত্রে ও এলাকাবাসির কাছে জানাযায়, আমখোলা ইউনিয়নের আলগী তাফালবাড়িয়া গ্রামে জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতার জের একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী আলম ব্যাপারীর ছেলে মহাসিন ব্যাপারি নেতৃত্বে আঃ ছালাম পন্ডিত (৫৫), মনছুর আকন (১৮), মোঃ ফারুক সিকদার(১৮), ইব্রাহিম (৩৩), আঃ কাদের (২৭), মোঃ হাবিবুল্লাহ (১৮), রুমা বেগম (২১), বায়েজীদ পন্ডিত (১৮), আবু তাহের (২০)। এরা সকলে ২৯-১০-২০২০ইং বৃহস্পতিবার বেলা ১১.৩০ ঘটিকায় আঃ মন্নান আকনের বাড়িতে এসে সন্ত্রাসীরা ধারালো দা, লোহার রড, স্টিলের পাইপ, লোহার শিকল অস্ত্র-শ¯্রে সজ্জিত হইয়া বাড়িতে বেআইনীভাবে অনুপ্রবেশ করিয়া হামালা চালিয়ে আঃ মন্নান আকন (৭০), তার স্ত্রী মোসাঃ হাসিনা বেগম (৫০), মোস্তাফিজুর রহমান (১৬), মহিউদ্দিন (২০), আঃ ওহাব আকন (৫০), নুরহোসেন (১৮), শেখসাদী (২৫) এদেরকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে ডাক্তার মোসাঃ জেরিন জানান, মন্নান আকন ও তার স্ত্রী হাসিনা বেগমের শরিরে বিভিন্ন জায়গায় ফুলা জখম রয়েছে, অবস্থা খুবই গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরন করা লাগতে পারে।
এবিষয়ে অভিযুক্ত মহাসিন ব্যাপারীর ফোনে কল দিলে একাধিকবার ফোনে রিং বাজলেও সে ফোন রিসিভ করেনি।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনা শোনার পরেই আমরা এলাকা পরিদর্শন করে মামলা গ্রহন করেছি এই ঘটনায় যারাই জরিত থাকুকনা কেন তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।