কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাদা মিয়া খোকা করোনায় আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়াহিন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ৪ নভেম্বর বুধবার সকালে রাজধানী এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। শাহজাদা মিয়া খোকা চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের কৈলাইন মিয়া বাড়ির কৃতি সন্তান ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। লাশ হস্তান্তের পর বুধবার সন্ধ্যায় কৈলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সে সময় চান্দিনা থানার নির্বাহি অফিসার বিভীষণ কান্তি দাশ,চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মালেক,জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, এডভোকেট শাহাজালাল মিয়া শিপন, সাবেক যুবলীগনেতা জাহাঙ্গীর আলম, আওয়ামীনেতা সাহেন শাহ মিয়া সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে তার মৃত্যুতে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ্, এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন।
এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসার পাশাপাশি বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূনর্বাসন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাদা মিয়া খোকা ছাত্রবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন।বনার্ঢ্য রাজনৈতিক জীবনে কর্মীদের জন্য সব কিছু উজার করে দিয়েছেন এজন্য চান্দিনার মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিতে পেরেছিলেন বলে জানান দেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীগন।