ফ্রান্সে মহানবীর অবমাননার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌরসভার ছারছীনা খানকা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে সেখানে সড়কের দু’পাশে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহ গলাচিপা উপজেলা শাখার ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে পাঁচ সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ গলাচিপা উপজেলা শাখার সভাপতি আলহাজ¦
মাও. মো. ইমাম উদ্দিন নূরি, সদস্য মাও. মো. জয়নুল আবেদীন, সদস্য মো. জামাল উদ্দিন, যুব হিজবুল্লাহ গলাচিপা উপজেলা শাখার সভাপতি মাও. মো. মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম প্রমুখ। বক্তারা ফ্রান্সের সব ধরনের পণ্য বর্জনের জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। এছাড়া বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস বন্ধের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রতিও দাবি জানান।