নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেনের বিরুদ্ধে এক প্রবীণ সাংবাদিকের সাথে অশোভন আচরনের অভিযোগ উঠেছে। ২৭ মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ফতুল্লা মডেল থানার ভেতরেই ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম নুরুর সাথে এমন অশোভন আচরন করেন ওসি আসলাম হোসেন ও ওসি(অপারেশন) তারিকুল আলম জুয়েল।
অশোভন আচরনের শিকার সাংবাদিক নুরুল ইসলাম নুরু জানান, বিকেল সাড়ে ৩টার দিকে থানার ভেতরে প্রবেশ করার সাথে সাথেই অপারেশন তারিকুল আলম জুয়েল ধমকের সুরে বলেন, আপনি কোথায় যাবেন। থানার ভিতরে কেন আসছেন। তখন নুরুল ইসলাম নুরু ওয়াস রুমে যাওয়ার কথা জানালে তিনি আরো ক্ষিপ্ত হয়ে বলে উঠেন, এটা ওয়াস রুমে যাওয়ার জায়গা না। এসময় ওসি আসলাম অপারেশন তারিকুল আলম জুয়েল এর পাশেই দাঁড়িয়ে ছিলেন।
সাংবাদিক নুরুল ইসলাম নুরু ওসি আসলাম হোসেনকে বললেন, ভাই আপনিতো আমাকে চিনে আপনার সামনে তারিকুল সাহেব এ ধরনের ব্যবহার করতেছে, আপনি কিছু বলেন। আমরা সাংবাদিকরা থানায় তথ্য সংগ্রহের জন্য আসি। তখন ওসি আসলাম হোসেন অপারেশনের এমন আচরনের প্রতিবাদ না করে নিজেই ক্ষিপ্ত হয়ে উঠেন। তিনি প্রবীন সাংবাদিক নুরুল ইসলাম নুরুকে বলেন, আপনি কিসের বালের সাংবাদিক। আপনার ঘাড় মটকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিবো। আপনি এসপির সামনে আমার বিরুদ্ধে কথা বলেন। আপনি কত বড় সাংবাদিক। আপনাকে আমি এ থানায় থাকলে দেখায় দিবো। আজকে থেকে এ থানার ভেতরে আপনার আশা সম্পূর্ন নিষেধ।
এমন অশোভন আচরনে ফতুল্লা সহ সমগ্র নারায়ণগঞ্জ জেলার সাংবাদিক সমাজে চরম ক্ষোভ বিরাজ করছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে যদি ওসি আসলাম হোসেনকে অপসারন করা না হয়, তাহলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী উচ্চারন করেন তারা।
উল্লেখ্য, গত ১৫ মার্চ ফতুল্লা মডেল থানায় অনুষ্ঠিত ওপেন হাউস ডে তে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক নুরুল ইসলাম নুরু। তার বক্তব্যে তিনি বলেছিলেন- সাংবাদিক পুলিশ একে অপরের পরিপুরক। কিন্তু এ থানা তার ব্যতিক্রম। ওপেন হাউস ডের নামে ফতুল্লা মডেল থানায় চলে গোপন হাউস ডে। ওসি আসলাম হোসেনের বিরুদ্ধে এমন বক্তব্য দেয়াতেই তার প্রতি ক্ষিপ্ত হয়ে এমন অশোভন আচরন করেছেন বলে জানান নুরুল ইসলাম নুরু।