বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের আওতাধীন বরগুনা সদরসহ অন্য ছয় উপজেলার যুব কমিটি ঘোষণা করা হয়েছে।
“মুজিববর্ষে রেডক্রিসেন্টের অঙ্গিকার-যুব সমাজ হবে নৈতিক ও মানবতার” এই প্রতিপাদ্যকে ধারণ করে শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে বরগুনা রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিট কার্যালয় প্রাঙ্গনে এ কমিটি ঘোষণা করেন জেলা যুব কমিটির যুব প্রধান মেহেদী হাসান মুসা।
কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ও মুজিব স্মরণে দেয়ালিকা উন্মোচন করেন, বরগুনা রেডক্রিসেন্ট ইউনিট।
দেয়ালিকা উন্মোচন ও সকল যুব সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের যুব সেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের সেক্রেটারি অ্যাড. মো. আবদুল মোতালেব মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিট কার্যনির্বাহী সদস্য এ বি এম গোলাম হায়দার নীলু, গোলাম মোস্তফা কিসলু, মাহফুজা বেগম, গোলাম কিবরিয়া পিন্টু, শামসুল আলম খোকন শরীফ, সোহাগ মিয়া ও আরিফ হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেনন, বরিশাল বিভাগের বিভিন্ন জেলার যুব প্রধানগণ।
কমিটি ঘোষণা ও মুজিব স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দেয়ালিকা উন্মোচন, রেডক্রিসেন্ট জন্ম ইতিহাস ও সলফেটের যুদ্ধের উপরে একটি সুন্দর ডিসপ্লে প্রদর্শণ, স্মৃতি পরিক্ষা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুব রেডক্রিসেন্ট বরগুনা ইউনিটের জনসংযোগ বিভাগের উপ-প্রধান, মো. সজিব হোসেন।