রবিবার সকালে প্রেসক্লাবে আহসান উল্লাহ মাস্টারের ৭০ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ ও বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করার পর, বঙ্গবন্ধুর উন্নত দেশ গড়ার স্বপ্নে নিজেকে সমর্পণ করেছিলেন আহসান উল্লাহ মাস্টার। আদর্শ, নীতি আর কর্মগুণে তিনি দলমত নির্বিশেষে গাজীপুরবাসীর প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।
২০০৪ সালে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে খুন হন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য ও জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আহসান উল্লাহ মাস্টার।