December 24, 2024, 5:13 pm

বিএনপি আওয়ামী লীগ পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ঢাকা
  • Update Time : Friday, November 13, 2020,
  • 102 Time View

বিএনপির অতিন সন্তান কোনোভাবেই বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । তিনি বলেছেন ভিডিও ফুটেজে অনেককেই শনাক্ত করা গেছে । তাদের আইনেত্র আওতায় আনা হবে । অন্যদিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুঙ্গা ইসলাম আলমগীত অভিযোগ করেছেন , সরকারের এজেন্সি এই কাজ করে বিএনপির ঘাড়ে দোষ চাপাচ্ছে ।। বৃহস্পতিবার দুপুর থেকে ভাটাৱা , প্রেসক্লাব , শাহবাগ , গুলিস্তান সহ বেশ কয়েকটি জাপায় মােট দশটি যাত্রীবাহী লস আগুন দিয়ে পুড়িয়ে দেয়া দূৰত্তরা । এমন নাশকতাম ৷ আতঙ্কিত হয়ে পরে রাজধানী বাসী । এই ঘটনাকে ২০১৪-১৫ সালে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধাৰণ সম্পাদক ওবায়দুল কাদের । দলের ধানমণ্ডি কার্যালয়ে তিনি বলেন , জনগণকে সঙ্গে নিয়ে এর দাঁত জা ! ঐশ দেয়া হবে । শুনে এই মহানায় কারকে দায়ি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ঢাকা রিপাের্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এই অভিযােগ করেন । বৃহস্পতিবার অনুষ্ঠিত ঢাকা ১৮ নির্বাচন নিয়েও পাল্টাপাল্টি বক্তব্য দেন দুই নেতা । ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর এবং ২০১৫ সালের শুরুতে দুস্কৃতিকারীদের ছোঁড়া পেট্রোল বােমায় পুড়ে যায় দুইশতাধিক যানবাহন । এতে প্রাণ হারায় শতাধিক মানুষ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71