পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকার ৯নং ওয়ার্ডের শেরে বাংলা রোডের বাসিন্দা, বেসরকারি সংস্থা কোডেক এর কর্মী মাধব চন্দ্র দাস (৬৫) শুক্রবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন। দীর্ঘ দিন যাবত তিনি ডাইবেটিস, কিডনি ও হৃদরোগে ভুগছিলেন।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক জনকন্ঠ পত্রিকার ষ্টাফ রির্পোটার শংকর লাল দাসের বড় শ্যালক। শনিবার সকালে পৌরএলাকার ৯নং ওয়ার্ডের নিজ বাড়ির শ্মশানে তার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
তার মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. মামুন আজাদ, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ গভীর শোক প্রকাশ করেছেন।