December 24, 2024, 4:26 pm

জামিন পেলেন না সেলিম পুত্র কারাগারে ইরফান সেলিম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, November 15, 2020,
  • 481 Time View

অস্ত্র মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে জামিন দেননি আদালত। ফলে এ মামলায় পুনরায় কারাগারে ফেরত যেতে হলো দুই আসামিকে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে মহানগর হাকিম নিভানা খায়ের জেসি এ আদেশ দেন।

এদিন জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতে আনা হয় ইরফান সেলিম ও দেহরক্ষী জাহিদকে। পরে আসামিপক্ষের জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ২ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ১৪ নভেম্বর  ৫ দিনের রিমান্ড শেষে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ৮ নভেম্বর অস্ত্র ও মাদক মামলায় তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৬ অক্টোবর র‌্যাব পুরান ঢাকার চকবাজারে হাজী সেলিমের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে র‌্যাব ইরফান সেলিম ও জাহিদকে হেফাজতে নেয়। এসময় অভিযানে  অবৈধ মদ, অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। মদ ও ওয়াকিটকি রাখার দায়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত  ২ আসামিকে ১৮ মাসের কারাদণ্ড দেন। পরে তাদের বিরুদ্ধে চকবাজার থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

এছাড়া ধানমন্ডি থানায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যা-চেষ্টা অভিযোগে মামলা রয়েছে।…

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71