December 23, 2024, 11:30 pm

গলাচিপায় আম্ফানে ঘূর্ণিঝড়ে ২ হাজার ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে সহায়তা কাজ সম্পন্ন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • Update Time : Tuesday, November 17, 2020,
  • 351 Time View

পটুয়াখালী গলাচিপায় আম্ফানে ২ হাজার ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট এর উদ্যোগে ইমারজেন্সি রিলিফ অপারেশন ফর সাইক্লোন আম্ফান এন্ড কোভিড-১৯ অ্যাওয়ারেন্স প্রোগ্রাম প্রকল্পের খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের কাজ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে আজ ১৬ নভেম্বর সোমবার উক্ত প্রোগ্রামের পক্ষ থেকে এক প্রেস রিলিজের আয়োজন করা হয়। উল্লেখ্য গত ২ সেপ্টেম্বর আটখালী মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপকরন প্রদান করে এ প্রোগ্রামের কার্যক্রমের কাজ শুরু করা হয়। এর পর থেকে ২ মাস ১৫ দিন পর্যন্ত এ প্রকল্পের কাজ অব্যাহত থাকে এবং আজ এ প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়। এ প্রকল্পের আওতায় প্রকৃত ক্ষতিগ্রস্থদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরি করে তাদের খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, মাছ ধরার জাল, খাবার স্যালাইন, ত্রিপল, সাবান, মাস্কসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়। এছাড়া বিশুদ্ধ পানি পান করার জন্য আটখালী মাধ্যমিক বিদ্যালয় ও আশ্রায়ন প্রকল্প ফেইজ-২ (পাড় ডাকুয়ায়) দুইটি সাবমার্সিবল গভীর নলকূপ স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি দিলীপ নারায়ন ভূইয়া, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সহকারী শিক্ষক মো. মস্তফা কামাল, মাঠ ব্যবস্থপক মো. হাসানুজ্জামান রতন, মো. সেলিম হোসেন ও আনোয়ার হোসেন সাইদুর সহ সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71