December 23, 2024, 4:00 am

তফশিল ঘোষণার আগেই ৩’শ মোটরসাইকেল ও ৭০ মাইক্রোবাস নিয়ে সম্ভাব্য প্রার্থীর শোডাউন।

অনলাইন ডেস্ক
  • Update Time : Tuesday, November 17, 2020,
  • 459 Time View

পঞ্চগড় পৌরসভা নির্বাচনের এখনো তফশিল ঘোষণা হয়নি। তার মধ্যেই চলছে সম্ভাব্য মেয়র প্রার্থীদের শোডাউন আর দৌড়ঝাঁপ। মঙ্গলবার দুপুরে, পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সম্ভাব্য মেয়র প্রার্থী মকলেছার রহমান রেজা তার সমর্থকদের নিয়ে শোডাউন করেছেন। তার বহরে ছিলো তিন শতাধিক মোটরসাইকেল ও ৭০ টি মাইক্রোবাস।

পঞ্চগড় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু করে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোডাউন শেষ হয় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সম্ভাব্য মেয়র প্রার্থী মকলেছার রহমান রেজা। এ সময় তিনি আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে সকলের দোয়া ও সমর্থন চান।

শোডাউনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হাসনাত মো. সাইফুর রহমান, সিনিয়র সহসভাপতি আল ইমরান, সদর উপজেলা স্বেচ্ছসেবক লীগের সভাপতি মোকাম্মেল হক মুকু, পৌর শাখার সভাপতি আলমগীর কবির সোহেল, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দেব, জেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম বাবু।

এ সময় বক্তারা জানান, পঞ্চগড় পৌরসভা দীর্ঘদিন ধরে বিএনপির দখলে রয়েছে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেও যোগ্য প্রার্থী দিতে না পারায় বার বার ভরাডুবি হচ্ছে নৌকার প্রার্থীদের। তাই আগামী পৌরসভা নির্বাচনে সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মকলেছার রহমান রেজাকে মেয়র পদে আওয়ামীলীগ থেকে মনোনয়নের দাবি তোলেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71