ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশ বিভাগের আপত্তিতে বিগব্যাশ খেলা হচ্ছে না সাকিবের।
খারাপ সময় পিছুই ছাড়ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এবার বিগব্যাশের দরজাটা বন্ধ হলো তার জন্য। ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশ বিভাগের আপত্তিতে ফ্র্যাঞ্চাইজির আগ্রহ থাকার পরও বিগব্যাশে খেলা হচ্ছে না সাকিবের।
অস্ট্রেলিয়ার গণমাধ্যমের খবর, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সাকিবকে নিতে আগ্রহ দেখিয়েছিল বিগব্যাশের একটি দল। কিন্তু যদি কোনো খেলোয়াড় অনৈতিক কর্মকাণ্ডের কারণে শাস্তি পেয়ে থাকেন, তাদের খেলার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশ বিভাগ সাধারণত অনুমতি দেয়না।
সাকিবের সাম্প্রতিক অতীতই নিরুৎসাহিত করেছে তাদের। এর আগে, সাকিব মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগব্যাশে খেলেছেন।