পটুয়াখালীর গলাচিপায় শিক্ষার্থীদের পড়াশুনার বিষয়ে করণীয় শীর্ষক মত বিনিময় অভিবাবক ও শিক্ষকদের নিয়ে উপজেলায় করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের পড়াশুনার বিষয়ে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলার পল্লী উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় সভা কক্ষে এ সভার আয়োজন করে গলাচিপা উপজেলা শিক্ষক সমিতি।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সালেহ মোহাম্মদ শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসাইন,
সাবেক ৯নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মো. ডিউক রহমান সহ সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। এ সময় প্রধান অতিথি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব সরকার। আপনারা মানুষ গড়ার কারিগর। ছাত্র-ছাত্রীদের এই করোনাকালীন সময়ে সঠিক দিক নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনারাই।