বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ ঘন্টার বেশি সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে সিলেটবাসী।
বিদ্যুৎবিচ্ছিন্ন থাকায় সিলেট নগরী ও আশেপাশের জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। গৃহস্থালি থেকে হাসপাতাল সব স্থানেই দুর্ভোগের শেষ নেই। সিলেট নগরীতে পানির জন্য হাহাকার দেখা দিয়েছে। বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, যে ফিড আগে সংস্কার করা সম্ভব হবে, সেখানেই আগে সংযোগ দেওয়া হবে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে কুমারগাঁও সাবস্টেশন আগুন লেগে মূল দু’টি ট্রান্সফরমার পুড়ে যায়। এতে জাতীয় গ্রিড সঞ্চালন লাইনের নিয়ন্ত্রণ কেন্দ্রে বিপর্যয় দেখা দেয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় সিলেট জেলা ও আশপাশের কিছু এলাকা।
কুমারগাও বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর থেকে চলছে টানা পুনঃসংযোগ তৎপরতা। বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন বিদ্যুৎবিভাগের কর্মীরা।
এদিকে, বিদ্যুৎ সরবরাহ শুরু করতে না পারায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পানির সঙ্কটসহ দেখা দিয়েছে নানা সমস্যা। প্রায় প্রতিটি পাড়া-মহল্লাতেই এখন পানির জন্য হাহাকার। গৃহস্থালির কাজে দুরদুরান্ত থেকে মানুষ ছুটছেন পানি সংগ্রহে।
এদিকে, যাদের সামর্থ্য রয়েছে, তারা বাড়িয়ে দিচ্ছেন সহযোগিতার হাত। দ্রুততার সঙ্গে সব এলাকাতেই বিদ্যুৎ সরবরাহ করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরইমধ্যে কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের সংস্কার কাজ শুরু করেছে ঢাকা থেকে যাওয়া একটি বিশেষজ্ঞ দল। আগুন লাগার কারণ অনুসন্ধান করছে চার সদস্যের তদন্ত কমিটিও।